রাজধানীতে নবরাত্রি চলাকালীন আমিষ নিয়ে ফতোয়া BJP-র! দুর্গাপুজোয় মাছ, মাংস খাবে না দিল্লিরা বাঙালিরা?

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বাঙালি হিন্দু আর বিজেপির ভাষায় ‘সনাতনী হিন্দু’ এক নয়? দুর্গাপুজোয় দিল্লিতে বিজেপির আমিষ-নিরামিষ বিতর্ক ফের সে’প্রশ্ন তুলে দিল। সপ্তাহ দুয়েক আগে দিল্লির পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির পুজো সেলের কর্তারা। আমিষে অনুমোদন দিয়েছিলেন। বাঙালির দুর্গা পুজোর প্যান্ডেলে, পুজো মণ্ডপের কাছের স্টলে ফিসফ্রাই, এগ-চিকেন-মাটন রোল, ডিমের ডেভিল খাবে না রাজধানী নিবাসী বাঙালিরা? কিন্তু হঠাৎই দিল্লির শকুরপুরবস্তির বিজেপি বিধায়ক কর্ণেল সিং ‘ফতোয়া’ জারি করেছেন। নবরাত্রি চলাকালীন ২২ সেপেটম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে হবে মাছ-মাংসের দোকান। রেস্তরাঁয় আমিষ খাবার বেচা চলবে না। অন্যথা হলে নাকি সনাতন বিশ্বাসে আঘাত লাগবে।

পদ্ম শিবিরের প্রাক্তন সাংসদ তথা দিল্লি বিজেপির পুজো সেলের অন্যতম উপদেষ্টা লকেট চট্টোপাধ্যায় দিল্লি পুজো কমিটিগুলির সঙ্গে বিজেপির হয়ে বৈঠক করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে বাঙালি দুর্গাপুজোয় আমিষ খাওয়ার ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু বিজেপির দ্বিচারিতায় দিল্লির পুজো কমিটিগুলো মহাবিপদে পড়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে তাঁরা চিঠি লিখে বাংলার মতোই রাজধানীতে সুষ্ঠুভাবে দুর্গাপুজো করতে প্রয়োজনীয় ব্যবস্থার আবেদন করতে চলেছেন বলে খবর।

এর আগে দিল্লিতে মাছ বিক্রি নিয়েও বিজেপি আপত্তি তুলেছিল। দুর্গাপুজোই হোক বা নিত্যদিনের খাওয়া-দাওয়া, ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকে আমিষ-নিরামিষ বিতর্ক পিছু ছাড়ছে না দিল্লির!
মানুষের খাবারের পাতে কী কী থাকবে তাও কি ঠিক করে দেবে বিজেপি? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen