রাজ্যে SIR চলাকালীন BLO-দের হুমকি! বিরোধী দলনেতার বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপের দাবি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৬: বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) চলাকালীন রাজ্যের বুথ লেভেল অফিসারদের (Booth Level Officers(BLOs) প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অভিযোগ তুলে কঠোর প্রতিক্রিয়া জানাল তৃণমূল (TMC)। দলীয় টুইটে একটি ভিডিও পোস্ট দাবি করা হয়েছে, নির্দেশ না মানলে বিএলও-দের গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, বিহারে ৫২ জন বিএলও এখন জেলে আছেন এবং বাংলাতেও একই পরিণতি হবে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)।
তৃণমূলের মত, প্রশাসনিক আধিকারিকদের এভাবে ভয় দেখানো গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং “অবৈধ ক্ষমতার প্রদর্শন।” দলের বক্তব্য, এসআইআর (SIR) চলাকালীন এই ধরনের মন্তব্য সরাসরি ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ ও আতঙ্ক তৈরির চেষ্টা। তৃণমূলের (TMC) দাবি, “এই ধরনের আচরণ শুধু আইন লঙ্ঘন করে না, বরং ভারতের গণতন্ত্রের মূল ভিত্তিকেই আঘাত করে।” এটি সরকারি আধিকারিকদের (Government official) বিরুদ্ধে অপরাধমূলক ভয় দেখানোর শামিল।
টুইটে আরও উল্লেখ করা হয়েছে, বিজেপি (BJP) নেতৃত্বের এই আচরণ “ভারতের গণতন্ত্রের ভিত্তির ওপর আঘাত।” তৃণমূল নির্বাচন কমিশনের (Election Commission) কাছে শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং FIR দায়েরের আবেদন করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এই অভিযোগের জবাব পাওয়া যায়নি।
The @BJP4India zamindars are too accustomed to getting their way. So when things don’t go according to their script, their feathers get ruffled.
In a shocking display of arrogance, @BJP4Bengal LoP threatened Booth Level Officers (BLOs), warning that if they failed to follow… pic.twitter.com/92U2hRedTa
— All India Trinamool Congress (@AITCofficial) October 31, 2025