BMC election 2026: বিজেপিকে কড়া হুঁশিয়ারি রাজের, ‘মারাঠি অস্মিতা’র প্রশ্নে একজোট ঠাকরে পরিবার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২২: আসন্ন বৃহন্নুম্বই পুর কর্পোরেশন (BMC) নির্বাচনকে কেন্দ্র করে সরগরম মুম্বইয়ের রাজনীতি। দীর্ঘ ২০ বছর পর বিএমসি দখলের লড়াইয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে একজোট হয়েছেন উদ্ধব ও রাজ ঠাকরে। দল ভাঙা ও নির্বাচনী হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে এবার ‘মারাঠি অস্মিতা’কেই প্রধান হাতিয়ার করেছে দুই শিবির।
এই আবহেই নিজস্ব মেজাজে বিজেপি ও হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে তোপ দাগলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। রবিবার উদ্ধব ঠাকরের (UBT) সঙ্গে এক সুর মিলিয়ে রাজ স্পষ্ট জানান, তিনি কোনও ভাষার বিরোধী নন, কিন্তু জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হলে তা বরদাস্ত করবেন না। উত্তরপ্রদেশ ও বিহারের অভিবাসীদের সতর্ক করে তিনি বলেন, “হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে লাথি মেরে বের করে দেব।”
বিজেপিকে আক্রমণের ক্ষেত্রেও রাজ ঠাকরে ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে ‘রসমালাই’ বলে কটাক্ষ করেন তিনি। মুম্বইয়ের সঙ্গে মহারাষ্ট্রের সম্পর্ক নিয়ে আন্নামালাইয়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করে রাজ বালাসাহেব ঠাকরের পুরনো স্লোগান ‘সরাও লুঙ্গি, বাজাও পুঙ্গি’র প্রসঙ্গ টেনে আনেন।
রাজ ঠাকরের দাবি, বিএমসি নির্বাচন (Mumbai BMC elections 2026) কেবল ক্ষমতার লড়াই নয়, এটি মারাঠি মানুষের অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ। জমি, ভাষা এবং অধিকার রক্ষায় সমস্ত মারাঠি মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির ‘হিন্দি আগ্রাসন’ ও বহিরাগত ইস্যুকে সামনে রেখে ঠাকরে ভাইদের এই পুনরুত্থান আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।