শুধু ভাই ফোঁটা নয়, শহর কলকাতায় জিতল ‘বোন ফোঁটা’ও, জানান দিল সমাজ মাধ্যম

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভ্রাতৃদ্বিতীয়ার দিন শহরের বিভিন্ন জায়গায়, সাধারণ থেকে সেলিব্রিটিরা দিলেন ‘বোন ফোঁটা’

October 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভ্রাতৃদ্বিতীয়ার দিন শহরের বিভিন্ন জায়গায়, সাধারণ থেকে সেলিব্রিটিরা দিলেন ‘বোন ফোঁটা’। ভাই নেই তো কী হয়েছে, দিদিরাই নিজেদের বোনদের ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।

২০২১-এর সমাজমাধ্যমের পোস্ট ডেকে জানা গিয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তাঁর দিদি দিদি চিত্রাঙ্গদাকে বোন ফোঁটা দিয়েছিলেন। এবছর তাঁরা দু’জন অন্য অন্য শহরে। তাই তাঁদের ‘বোন ফোঁটা’ ভার্চুয়ালি হয়েছে বলে জানা গিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আয়োজিত বোনফোঁটার অনুষ্ঠানে অভিনেত্রীরা ছাড়াও রাজ্যের এক মহিলা মন্ত্রীরও ফোঁটা নেওয়ার কথা ছিল। সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট মহিলাদের এদিন এখানে ‘বোন ফোঁটা’ নেন।

বুধবার সকাল থেকেই বোনেরা ভাইফোঁটার ছবির পাশাপাশি বোনফোঁটার ছবিতেও ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যমের দেওয়াল। কলকাতার সোনাগাছিতেও পালিত হয়েছে বোনফোঁটা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোনাগাছিতে যৌনকর্মীরা নিজেরা নিজেদের ফোঁটা দিয়েছেন।

স্টিরিওটাইপ পুরুষতান্ত্রিকতাকে ভেঙে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাচ্ছে শহর কলকাতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen