কোজাগরী পূর্ণিমায় চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হল বড়মার, শুরু কালীপুজোর প্রস্তুতি

কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোর দিনই চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হল বড়মার। শনিবার সকালেই বড়মার কষ্টিপাথরের মূর্তিতে চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হয়।

October 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোর দিনই চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হল বড়মার। শনিবার সকালেই বড়মার কষ্টিপাথরের মূর্তিতে চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হয়। চলে বিশেষ পুজো, হোম। তারপর ভোগ বিতরণ করা হয়। শনিবার সকালে অরবিন্দ রোডে, বড়মার পুজোমণ্ডপ তৈরির খুঁটিপুজোও হয়েছে। সেখানে বড়মার অসংখ্য ভক্ত হাজির ছিলেন। 

বড়মার পুজো একশো বছরে পড়ল চলতি বছর। সেই উপলক্ষ্যে ১০০ ভরি স্বর্ণালঙ্কারে সাজানো হয়েছে মাকে। আজ, রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে।

এছাড়াও নৈহাটির অন্যতম বড় পুজো নিউ স্টার ক্লাবে খুঁটিপুজো হয় লক্ষ্মীপুজোর দিন সকালে। নিউ স্টার ক্লাবের এবারের থিম স্বর্ণরথ। লক্ষ্মীপুজোর দিন সকালে খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। নৈহাটিতে কালীপুজোয় মণ্ডপ তৈরি হচ্ছে প্যারিসের অপেরা হাউসের আদপে। 

বারাকপুরের মণিরামপুরের বয়েজ স্পোর্টিং ক্লাব ৮০ ফুটের কালীপ্রতিমা তৈরি করে নজির গড়তে চাইছে। আজ, রবিবার সন্ধ্যায় তারা খুঁটিপুজো করবেন। সব মিলিয়ে লক্ষ্মীপুজো থেকেই শুরু হয়ে গেল কালী আরাধনার প্রস্তুতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen