বক্স অফিসে দারুণ ব্যবসা সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া ৩-র, কত আয় করল দুই সিনেমা

দীপাবলিতে মুক্তি পেয়েছে বলিউডের দুটি জনপ্রিয় সিনেমার সিরিজ – সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া ৩।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলিতে মুক্তি পেয়েছে বলিউডের দুটি জনপ্রিয় সিনেমার সিরিজ – সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া ৩।

রোহিত শেট্টির পরিচালিত সিংঘম এগেইন প্রথম দুদিনে আয় করেছে ৮৮.২০ কোটি। শুক্রবার আয় করেছে ৪৩.৭০ কোটি, শনিবার আয় করেছে ৪৪.৫০ কোটি।

আনিজ বাজমি পরিচালিত ভুল ভুলাইয়া ৩ এই দু দিনে আয় করেছে ৭৫ কোটি। শুক্রবার আয় করেছে ৩৬.৬০ কোটি, শনিবার আয় করেছে ৩৮.৪০ কোটি।

সিনেমাপ্রেমীদের মতে আজ রবিবারই ১০০ কোটি পৌঁছবে দুটো সিনেমা – সিংঘম এগেইন ও ভুল ভুলাইয়া ৩।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen