ছবির বিষয় পুরুষদের ওপর গার্হস্থ্য হিংসা: সমাজ মাধ্যমে ট্রেন্ড করল #BoycottAliaBhatt

নেটফ্লিক্সে এই ছবির মুক্তি পাওয়ার কথা শুক্রবার।

August 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Telengana Today

আলিয়া ভাটের নতুন ছবি ডার্লিংস-এ তাঁর অভিনীত চরিত্রটিকে সিনেমায় তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করা বিজয়ের উপর গার্হস্থ্য হিংসায় ব্যাপ্ত থাকতে দেখা গিয়েছে। স্বামীর উপর অকথ্য অত্যাচারের দৃশ্য রয়েছে সিনেমাটিতে। তাতেই আপত্তি নেটিজেনদের। সেই জন্যই কি পুরুষশাসিত সমাজে এই অভিনেত্রীকে বয়কটের দাবি উঠেছে নেটিজেনদের তরফে?

নেটফ্লিক্সে এই ছবির মুক্তি পাওয়ার কথা শুক্রবার। প্রয়োজক হিসেবে আলিয়ার প্রথম ছবি এটি। শাহরুখ এবং গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে প্রযোজনায় রয়েছেন আলিয়া। ডার্লিংস-এ অভিনয় করছেন আলিয়া ছাড়াও বিজয় ভার্মা, শেফালি শাহ, রোশন ম্যাথিউ প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen