আইপ্যাক কর্মীদের ছাড়াতে ত্রিপুরায় যাচ্ছেন ব্রাত্য-মলয়রা

আইপ্যাকের অভিযোগ, মঙ্গলবার করোনা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কর্মীদের হোটেল থেকে বেরোতে দেওয়া হয়নি।

July 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিডের কারণ দেখিয়ে আইপ্যাকের (I Pac) ২৩ কর্মীকে রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে বন্দি (House Arrest) করে রাখা হয়েছে। সোমবার এমন অভিযোগই করে আইপ্যাক। তৃণমূলের (TMC) হয়ে সমীক্ষা করতে গিয়েছেন বলেই তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ ওই সংস্থার। তৃণমূলের দাবি, বাংলায় বিধানসভা ভোটের ফল দেখে ভয় পেয়েছে বিজেপি (BJP)। তাই তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। আগরতলা পুলিশ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে বাইরে থেকে রাজ্যে এসেছেন ওই ২৩ জন। কোভিড (Covid19) পরীক্ষা না হওয়া পর্যন্ত তাঁদের বেরোতে নিষেধ করা হয়েছে। যদিও আইপ্যাকের অভিযোগ, মঙ্গলবার করোনা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কর্মীদের হোটেল থেকে বেরোতে দেওয়া হয়নি।

এ সব নিয়ে টানাপড়েনের মধ্যেই এ বার আইপ্যাক কর্মীদের ছাড়াতে উদ্যোগী হল তৃণমূল। মমতার সঙ্গে দিল্লি সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নেটমাধ্যমে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন তিনিও।

ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এর আগে পুলিশ নামিয়ে ‘শহিদ দিবস’-এর কর্মসূচিও বানচাল করে দেওয়ার চেষ্টা করে বিপ্লব দেবের (Biplab Kumar Deb) সরকারের পুলিশ। তাঁদের দাবি, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল ‘খুঁটি পোঁতা’র চেষ্টা করাতেই, তা ঠেকাতে নেমেছে বিজেপি। সে কারণেই তৃণমূলের হয়ে সমীক্ষা করতে আসা আইপ্যাক কর্মীদের আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen