কলকাতায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু, বললেন নেইমার নির্ভর নয় ব্রাজিল

ব্রাজিলের হয়ে খেলেছেন পর পর তিনটি বিশ্ব কাপের ফাইনালে।

November 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: আজকাল

ব্রাজিলের হয়ে খেলেছেন পর পর তিনটি বিশ্ব কাপের ফাইনালে। শুক্রবার সেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু পা দিলেন কলকাতায়। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক কাফু। শনিবার মহমেডান মাঠে একটি প্রদর্শণী ম্যাচে অংশ নেবেন তিনি। দেখা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। তাঁকে উপহার দেবেন এক জোড়া বুট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে দেবেন ব্রাজিলের জার্সি।

কিন্তু আসন্ন বিশ্বকাপ নিয়ে ঠিক কী বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক? সংবাদ মাধ্যমের কাছে কাফুর দাবি, “এবার ব্রাজিল দল শুধুমাত্র নেইমারের ওপর নির্ভরশীল নয়।” কাফু বলেন, ‘চার বছর আগে হলে বলতাম, ব্রাজিল পুরোপুরি নেইমারের ওপর নির্ভরশীল। তবে এখন আর সেটা নেই। দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। ভিনিশিয়াস জুনিয়র, পাকুয়েটা, রড়রিগোরা আছে। এবারের ব্রাজিল সম্পূর্ণ আলাদা দল।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen