রাষ্ট্রপতির রাজ্যসভার সাংসদ মনোনয়নেও পদ্মের ছোঁয়া!
অনেক সদস্য অবসর নেওয়ার কারণে বেশ কিছু শূন্য পদ তৈরী হয়েছে রাজ্যসভায়। সেই পরিপ্রেক্ষিতে প্রায় ১২ জনের নাম এসেছিল
July 13, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: সংবিধানের ৮০(১)(ক) অনুচ্ছেদের (৩) ধারা অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চার জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেছেন। অনেক সদস্য অবসর নেওয়ার কারণে বেশ কিছু শূন্য পদ তৈরী হয়েছে রাজ্যসভায়। সেই পরিপ্রেক্ষিতে প্রায় ১২ জনের নাম এসেছিল, সেখান থেকে রাষ্ট্রপতি এই ৪ জনকে বাছাই করেছেন।
তালিকায় নাম রয়েছে:
১. হর্ষবর্ধন শ্রিংলা, প্রাক্তন বিদেশ সচিব
২. বিশিষ্ট ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ মীনাক্ষী জৈন।
৩. উজ্জ্বল দেবরাও নিকাম, বিখ্যাত পাবলিক প্রসিকিউটর
৪. সি. সদানন্দন মাস্তে, কেরালার একজন প্রবীণ সমাজকর্মী এবং শিক্ষাবিদ