#ParliamentAttack সংসদ হামলাকারীরা ভেতরে ঢুকেছিল এই BJP সাংসদের পাসে

December 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার যে দুই ব্যক্তি লোকসভায় প্রবেশ করে ব্যাপক নিরাপত্তা ভীতি সৃষ্টি করেছিল সেই সাগর শর্মা এবং মনোরঞ্জন সংসদে একটি ভিসিটর্স পাস নিয়ে ঢুকেছিল যাতে মাইসুর-এর বিজেপি সাংসদ প্রতাপ সিম্হার সই ছিল। ২০০১ সালের সংসদে হামলার ২২ তম বার্ষিকীতে এই দুই ব্যক্তি হাউসের অভ্যন্তরে অনুপ্রবেশ করে এবং কার্যধারা ব্যাহত করে।

প্রবেশপত্র। ছবি: পিটিআই।

প্রসঙ্গত, এদিন নিরাপত্তারক্ষীরা আসার আগেই হামলাকারীদের ধরে ফেলেন লোকসভারই দুই সাংসদ। এরা হলেন মালুক নাগর যিনি বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ এবং হনুমান বেনিওয়াল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ। মালুক উত্তরপ্রদেশের বিজনোর কেন্দ্রের সাংসদ। হনুমান রাজস্থানের নাগৌর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen