পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
কনজারভেটিভদের পরবর্তী পরিষদীয় নেতা নির্বাচিত হবে, কিন্তু সেই সময় পর্যন্ত জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
July 7, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কয়েকদিন ধরেই ব্রিটেনের মন্ত্রিসভায় ডামাডোল চলছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ৪০ জনেরও বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরেই বরিসের পদত্যাগ নিয়ে সরব হয়েছিলেন অনেকে। তাঁর দল, কনজারভেটিভদের পরবর্তী পরিষদীয় নেতা নির্বাচিত হবে, কিন্তু সেই সময় পর্যন্ত জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
করোনা পর্ব থেকেই বরিস জনসনকে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে। বুধবারও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, কিছুতেই পদত্যাগ করবেন না। তারপরই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে।