সীমান্তে বাংলাদেশি সন্দেহে নদীয়ার কৃষককে শিকল বেঁধে মারধরের অভিযোগ, কাঠগড়ায় BSF

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১০: সীমান্তে আবারও বাঙালির উপর নিগ্রহ। বাংলাদেশি সন্দেহে এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠলবিএসএফ-এর বিরুদ্ধে। আহত কৃষক রফিকুল মোল্লা (Rafiqul Molla) এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে নদীয়ার (Nadia) সীমান্তবর্তী হাটখোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাটখোলা গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল মোল্লা, পেশায় কৃষক (Farmer)। অভিযোগ, সেই সময় কয়েকজন বিএসএফ (BSF) জওয়ান সেখানে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যান। দীর্ঘক্ষণ একটি অজ্ঞাত স্থানে বসিয়ে রেখে তাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়।

রফিকুলের অভিযোগ, তিনি তা অস্বীকার করায় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এমনকি তাঁর পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চাপড়া থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ (Krishnanagar Police) জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, “বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি বর্তমানে অসমে রয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen