সরশুনায় উদ্বোধন হল স্বামী বিবেকানন্দর নামাঙ্কিত বাস টার্মিনাস
অনুষ্ঠানে পৌর সমন্বয়কারীবৃন্দ, সরকারি আধিকারিক সহ বিভিন্ন বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।
January 12, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে রাজ্যজুড়ে হচ্ছে অনুষ্ঠান। পালিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। এরই মাঝে আজ সরশুনায় স্বামী বিবেকানন্দ বাস টার্মিনাসের (Vivekananda Bus Terminus) উদ্বোধন করল রাজ্য সরকার।

আজকের এই অনুষ্ঠানে পৌর সমন্বয়কারীবৃন্দ, সরকারি আধিকারিক সহ বিভিন্ন বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এই বাস টার্মিনাস থেকে আগামী ২৬শে জানুয়ারি শুরু হচ্ছে দীঘা পর্যন্ত সরকারি বাস পরিষেবা। খুব শীঘ্রই এখান থেকে আরও দূরপাল্লার সরকারি বাস পরিষেবা চালু হবে বলে জানা গেছে।