শোভন মেয়র থাকাকালীন কলকাতা পুরসভায় দুর্নীতি, তদন্তে সিবিআই

কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ জুনের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট পেশ করতে হবে।

May 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চার বছর পুরোনো একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভার একটি দুর্নীতি মামলায় এই নির্দেশ আদালতের। ২০১৮ সালের একটি মামলায় কলকাতা পুরসভার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের।

ত্রিপুরা ভবনে বেআইনি নির্মাণের মামলায় এই রায় দিলেন বিচারপতি অমৃতা সিন্‌হা। কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ জুনের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট পেশ করতে হবে।

উল্লেখ্য, এই দুর্নীতির সময়ে কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বালিগঞ্জ হেরিজেট জোনে বেআইনি নির্মাণের অভিযোগ পুরসভার বিরুদ্ধে। এবার এই মামলায় হবে সিবিআই তদন্ত। কেন পুরসভা ও হেরিটেজ কনসার্ভেশন কমিটি এই নির্মাণের অনুমতি দিল, সেটাই তদন্তের বিষয়।

একসময় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা হলেও, দলের সাথে দূরত্ব বাড়তে থাকে শোভনের। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও, নতুন দলে পাত্তা না পেয়ে একরকম রাজনৈতিক সন্ন্যাস নেন তিনি। এখন বান্ধবী বৈশাখীর সঙ্গেই ব্যস্ত থাকেন প্রাক্তন মেয়র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen