কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার নিষ্পত্তি, স্থগিত ED-র দায়ের করা মামলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় মোড় নিল তৃণমূল বনাম ইডির আইনি লড়াই। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইপ্যাক সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়ে গেল। একইসঙ্গে ইডির দায়ের করা পাল্টা মামলার শুনানি আপাতত স্থগিত রাখল আদালত।
এদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জানায়, গত ৮ জানুয়ারি আইপ্যাক কর্তা প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি ও অফিসে তল্লাশি চালালেও সেখান থেকে কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি। ইডির তরফে জানানো হয়, যেহেতু কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি, তাই তা ফেরতের কোনও প্রশ্নই ওঠে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই বক্তব্যের পরেই আদালত এই মামলার নিষ্পত্তি করে দেয়।
অন্যদিকে, ইডি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে মামলাটি করেছিল, তার শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে। ইডির আইনজীবী আদালতে জানান, তাঁরা একই ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছেন। তাই সর্বোচ্চ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত হাইকোর্টে এই মামলার শুনানি স্থগিত রাখা হোক। বিচারপতি শুভ্রা ঘোষ ইডির এই আর্জি মেনে নেন। ফলে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইডির মামলার শুনানি হাইকোর্টে বন্ধ থাকবে। আদালত ইডিকে সামগ্রিক বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।