এবার থেকে রামনবমীতে ছুটি থাকবে কলকাতা হাইকোর্ট, উঠছে প্রশ্ন

গতবার অবশ্য রামনবমীতে হাইকোর্টে ছুটি ছিল না। এবার হাইকোর্টের ‘পাবলিক হলিডে’-র তালিকায় যুক্ত করা হয়েছে রামনবমীকে।

December 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা হাইকোর্টে এবার রামনবমীতে ছুটি দেওয়া হল। ২০২৫ সালে ৬ এপ্রিল রবিবার পড়ায় সেই দিনটা আলাদাভাবে ছুটি হিসেবে গণ্য করা হচ্ছে না। কিন্তু হাইকোর্টের ‘পাবলিক হলিডে’-র তালিকায় রামনবমী যে আছে, তা ছুটির তালিকায় আলাদাভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। গতবার অবশ্য রামনবমীতে হাইকোর্টে ছুটি ছিল না। এবার হাইকোর্টের ‘পাবলিক হলিডে’-র তালিকায় যুক্ত করা হয়েছে রামনবমীকে।

এর আগেও হাইকোর্টের ছুটি নিয়ে বিতর্ক হয়েছে। আর এবার রামনবমীতে ছুটির প্রশ্নে আইনজীবীদের একাংশের বক্তব্য, ২০১৭ সালের আগে, ছুটির তালিকায় অর্ন্তভুক্ত ছিল ১ মে দিন। কোনও কারণ ছাড়াই ওই ছুটি বাতিল করা হয়। এনিয়ে একাধিকবার আবেদনও জানানো হয়েছিল। তারপরও হাইকোর্টের ক্যালেন্ডারে ‘মে দিবস’ অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

এদিকে রামনবমীতে ছুটি ঘোষণা হওয়ায় খুশি বিজেপিপন্থী আইনজীবীরা। তাঁদের একাংশের বক্তব্য, রামনবমী গোটা দেশের উৎসব। ওইদিন ছুটি থাকাই বাঞ্ছনীয়। অন্যদিকে, তৃণমূলপন্থী আইনজীবীরা অবশ্য বিষয়টি নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। তাঁদের একাংশের বক্তব্য, রামনবমীতে ছুটি দেওয়া হয়েছে, এনিয়ে বিতর্কের কিছু নেই। রথযাত্রা এবং বুদ্ধপূর্ণিমাতেও তো ছুটি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen