নয়া তথ্যপ্রযুক্তি আইনের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বুধবার সেই সূত্রে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের হলফনামা তলব করল।

June 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সামাজিক মাধ্যমে লাগাম পরাতে কেন্দ্রীয় সরকারের আনা নয়া তথ্যপ্রযুক্তি (IT Act) সংক্রান্ত আইন চ্যালেঞ্জ করা হল কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বুধবার সেই সূত্রে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের হলফনামা তলব করল।

২৫ ফেব্রুয়ারি ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক কোড) রুলস, ২০২১ চালু হয়েছে। মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনসটাগ্রাম, জি-মেল ইত্যাদির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে। মামলাকারী সায়নি সেনগুপ্তের দাবি, এই আইন নাগরিকের বাকস্বাধীনতা, অভিব্যক্তি ও ব্যক্তিগত ব্যাপারে অনধিকার হস্তক্ষেপের নামান্তর। তাই জনস্বার্থে এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করা উচিত।

উল্লেখ্য, এই আইনকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্টে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আইনি লড়াই চলছে। কেরল হাইকোর্টেও এই বিতর্কে মামলা চলছে। সকলেরই মূল বক্তব্য, মানুষের বার্তা বিনিময়ে গোপনীয়তার পরিসর এই নয়া আইনের জন্য ক্ষুণ্ণ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen