কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনাকে আক্রমণ তাপসীর

গ্রেটা, রিহানাকে নিয়ে যাঁরা আপত্তিকর মন্তব্য করছেন, এবং তাঁদের মত প্রকাশে দেশের একতা নষ্ট হবে বলে যাঁরা মনে করছেন, সরাসরি তাঁদেরকে ঠুকেই টুইট করেছেন অভিনেত্রী।

February 4, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ভারতে নয়া কৃষি আইনের বিরুদ্ধে হওয়া কৃষক আন্দোলন (Farmers’ Protest) নিয়ে রিহানা, গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে রীতিমতো টুইট যুদ্ধে নেমেছে মোদী সরকার। তাঁদের বিরুদ্ধ ভারতের একতাকে নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ‘ঐক্যবদ্ধ ভারত’ হ্যাশট্যাগে টুইট করে দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা ইতিমধ্যেই সরকারেরই পাশে দাঁড়িয়েছে। সচিন তেণ্ডুলকর, সাইনা নেহাওয়াল, বিরাট কোহালিদের টুইটে বক্তব্য প্রায় এক, ‘ভারতের ব্যাপার ভারত বুঝে নেবে’। কিন্তু উল্টো পথে হেঁটেছেন তাপসী পান্নু। গ্রেটা, রিহানাকে নিয়ে যাঁরা আপত্তিকর মন্তব্য করছেন, এবং তাঁদের মত প্রকাশে দেশের একতা নষ্ট হবে বলে যাঁরা মনে করছেন, সরাসরি তাঁদেরকে ঠুকেই টুইট করেছেন অভিনেত্রী।

সম্প্রতি দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েছেন পপ গায়িকা রিহানা (Rihanna) এবং জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। টুইটারে ভারতীয় কৃষকদের এ হেন ‘পাশে থাকার’ বার্তা দেওয়ার পরই রীতিমতো ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। ভারতের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে বাইরের সেলেব্রিটিরা কেন মত প্রকাশ করছেন, সেই নিয়েই সরকারের পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা, অক্ষয়, সাইনা এমনকি সচিনও। এর পরেই আজ, বৃহস্পতিবার ভোরে একটি টুইট করে তাপসী লিখেছেন, ‘যদি একটি টুইট দেশের একতাকে বিপদে ফেলে, যদি একটি মজাদার জোক আপনার বিশ্বাস নড়বড়ে করে দেয় বা একটি শো ধর্মের বিশ্বাসে চট করে আঘাত হানে, তাহলে আপনার নিজেকে বদলানোর সময় এসেছে। অন্য কারও ‘প্রোপাগান্ডা শিক্ষক’ না হয়ে, নিজের মূল্যবোধের ওপর জোর দিন।’

সেই টুইটেই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সরাসরি তাপসী (taapsee pannu) কে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘বি গ্রেড মানুষের বি গ্রেড লেভেলের ভাবনাচিন্তা। দেশের একতা নিয়ে মানুষ একজোট হবেই। এটাই ধর্ম, এটাই কর্ম।’ শুধু তাই নয়। নজিরবিহীন ভাবে তাপসীকে মায়ের নাম করেও কটুক্তি করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘তোর মাকে আমি যদি সবার সামনে গালাগালি দিই, জাতীয় স্তরের আলোচনার ক্ষেত্রে অপমান করি, তবে তোর বিশ্বাসে আঘাত লাগবে বোকারাম? আমি জানি, তখনও তুই নিজের মায়ের প্রতি ভালবাসাকেই দৃঢ় করার চেষ্টা করবি আর মুখে কিছু বলবি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen