ED-র মামলায় জামিন পেতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, এবার পার্থকে গ্রেপ্তার করল CBI

প্রায় আড়াই বছর আগে, ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি।

October 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টে ED-র মামলায় জামিন চাওয়ার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখাল। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী সোমবার রাত থেকেই অসুস্থ হয়ে জেল হাসপাতালে রয়েছেন।

প্রসঙ্গত, প্রায় আড়াই বছর আগে, ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ।

নিয়োগ দুর্নীতি ED-র মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ জানায়, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে। তারপর মঙ্গবার CBI তাকে গ্রেপ্তার করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen