সুশান্তের মৃত্যুর তদন্তে কী এবার সিবিআই ? জল্পনা

সুশান্তের মৃত্যু ঘিরে সিবিআই তদন্ত হচ্ছে। পরে দেখা যায়, তা নিতান্তই গুজব।

July 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রাজনীতি চলছেই। বিহারের রাজনীতির পরিচিত মুখ পাপ্পু যাদব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবি জানান, মৃত্যুর তদন্তের ভার সিবিআইকে দেওয়া হোক। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে আশ্বাস দিয়েছেন, আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাপ্পুর এই টুইটের পর রটে যায়, সুশান্তের মৃত্যু ঘিরে সিবিআই তদন্ত হচ্ছে। পরে দেখা যায়, তা নিতান্তই গুজব। সিবিআই এমন ঘোষণা এ দিন করেনি।

ইতিমধ্যেই সুশান্তকে নিয়ে রাজনৈতিক প্রচার পাওয়ার চেষ্টা চলছে। সুব্রহ্মনিয়ম স্বামী থেকে রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপির অনেক নেতা সিবিআই তদন্তের দাবি তুলেছেন। রূপা তো প্রতিদিন একাধিক টুইট করছেন সুশান্ত নিয়ে। সম্ভবত উদ্ধব ঠাকরেকে সমস্যায় ফেলতেই এত টুইট। যদিও সুশান্তের পরিবার নীরব।

এর মধ্যেই নাটকের কেন্দ্রে বিহারের ‘পরিচিত মুখ’ শেখর সুমন। ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ নামে আন্দোলন শেখর শুরু করেছিলেন। বুধবার তিনিই জানালেন, আন্দোলনের সামনে থাকতে রাজি নন। কারণ হিসেবে অভিনেতা বলছেন, সুশান্তের পরিবারের নীরবতা। শেখর বলেছেন, প্রয়াত অভিনেতার পরিবার যে ভাবে গোটা ব্যাপারে নিশ্চুপ, তা তাঁকে অস্বস্তির মধ্যে ফেলছে। তাই আপাতত আন্দোলনের সামনের সারিতে থাকতে রাজি নন। বরং পিছন থেকে সমর্থন করবেন।

বিহারের জন অধিকার পার্টির প্রেসিডেন্ট পাপ্পুও এই ব্যাপারটা থেকে প্রচার চান। স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর পেয়ে পাপ্পু লিখেছেন, ‘আপনি চাইলে এক মিনিটে সিবিআই এই তদন্তের ভার নেবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না। বিহারের গর্ব ছিল সুশান্ত।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen