বাড়িতে সিবিআই, ভয় দেখিয়ে দমানো যাবে না, বক্তব্য অভিষেকের
এদিন দুপুরে সিবিআই-এর একটি বিশেষ দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে তাঁর স্ত্রী ও শ্যালিকার নামে নোটিশ দেওয়া হয়।

কয়লা পাচার (coal scam) কাণ্ডে তৃণমূল যুব কংগ্রেসর সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যয়ের বাড়িতে (abhishek banerjee) নোটিশ। এদিন তাঁর বাড়িতে গিয়ে সিবিআই-এর (cbi) অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ নোটিশ দেয় বলে জানা গিয়েছে। নোটিশ দেওয়া হয়েছে তাঁর স্ত্রী ও শ্যালিকার নামে। তাঁদের নির্দিষ্ট দিনে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিন দুপুরে সিবিআই-এর একটি বিশেষ দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে তাঁর স্ত্রী ও শ্যালিকার নামে নোটিশ দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করে হয়েছে তৃণমূলের তরফে। দলের এক শীর্ষ নেতার বক্তব্য, সেই চেনা পদ্ধতি। কী মরিয়া! অন্যান্য জোটসঙ্গীরা ছেড়ে চলে গেছে। বিজেপির একমাত্র অনুগত সঙ্গী এখন সিবিআই এবং ইডি। আমরা লড়াই করব। আমরা ভয় পাই না। আমরা বিশ্বাস করি ভোটবাক্সে মানুষ এর উপযুক্ত জবাব দেবে।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং টুইট করে সিবিআই এর নোটিশের প্রাপ্তিস্বীকারের কথা জানিয়েছেন। তিনি লেখেন, আজ দুপুর ২টোর সময় সিবিআই আমার স্ত্রীর নামে নোটিশ দিয়ে গেছে। আমাদের আইনি ব্যবস্থার ওপর সম্পূর্ণ ভরসা আছে। তবে, যদি তারা মনে করেন যে এইভাবে আমাদের ভয় দেখানো যাবে, তারা ভুল ভাবছেন। আমরা সহজে দমবার পাত্র নই।