শাহের নির্দেশে চুপচাপ সিবিআই, বিরোধীদের হেনস্তা করবে ইডি?

আজ তিনি টুইট করে বলেন সিবিআইয়ের কিছু আধিকারিকের অতিসক্রিয়তার ফলে সুবিধা পাচ্ছে একটিই রাজনৈতিক দল এবং তাই নাকি অমিত শাহ এরকম নির্দেশ দিয়ে থাকতে পারেন বলে কথা চালাচালি হচ্ছে দিল্লির অলিন্দে।

August 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সিবিআই এর ডিরেক্টরের কাছে নাকি নির্দেশ গেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছ থেকে, বিরোধী রাজনীতিবিদদের হেনস্তা করার জন্য সংস্থার অধিকারীকরা যেন আগের মত অতিসক্রিয় হয়ে দলদাসের মত হাবভাব না দেখান। এরকমই জল্পনার কথা বলে হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

আজ তিনি টুইট করে বলেন সিবিআইয়ের কিছু আধিকারিকের অতিসক্রিয়তার ফলে সুবিধা পাচ্ছে একটিই রাজনৈতিক দল এবং তাই নাকি অমিত শাহ এরকম নির্দেশ দিয়ে থাকতে পারেন বলে কথা চালাচালি হচ্ছে দিল্লির অলিন্দে।

ডেরেক জানান যে এখন জল্পনা হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন পরিকল্পনা নিয়েছেন। কী সেই পরিকল্পনা? এবার বিরোধীদের বিরক্ত করার জন্য তিনি তাঁর বাধ্য ইডির ডিরেক্টরকে নাকি দায়িত্ব দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen