CBSE board exam 2026: প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি

October 31, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৪৫: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি প্রকাশিত হল। পরীক্ষার ১১০ দিন আগেই ঘোষণা করে দেওয়া হল সূচি। ১৭ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। ১০ মার্চ দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে। ৯ এপ্রিল অবধি দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে।

উল্লেখ্য, ২০২৬ সালের পরীক্ষা থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হবে। ১৫ মে থেকে দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবেন না, তারা দ্বিতীয় পর্বে বসতে পারবেন। পরীক্ষা শুরু হবে সাড়ে দশটায়। শেষ হবে দুপুর দেড়টায়। কিছু পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষার সূচির পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

CBSE পরীক্ষার সময়সূচি জানার উপায়:

CBSE-র অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.inতে ক্লিক করুন।

তারপর ‘Date Sheet for Class X and XII for Board Examinations – 2026 -reg (5.96 MB) 30/10/2025’-তে ক্লিক করতে হবে।

লিঙ্কে ক্লিক করলে একটি পিডিএফ আসবে।

ওই পিডিএফ ডাউনলোড করলেই পরীক্ষার সম্পূর্ণ সূচি জানা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen