প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফলাফল
এবছর মেয়েদের পাসের হার বেড়েছে ৩.২৯ শতাংশ।
July 22, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ সকালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই )দ্বাদশের ফল প্রকাশিত হল। এবছর এই পরীক্ষাতে পাসের হার ৯২.৭১ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯১.২৫ শতাংশ এবং মেয়ে পাসের হার ৯৪.৫৪ শতাংশ। এবছর মেয়েদের পাসের হার বেড়েছে ৩.২৯ শতাংশ।
২০২২এর ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষা সিবিএসই দ্বাদশের হয়েছিল। এ বছর নতুন ফর্ম্যাটে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়েছে সিবিএসই। cbseresults.nic.in এবং results.cbse.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে।