কর্কটজয়ী তারকারা গাইছেন জীবনের জয়গান

পর পর দু’দিন ভারতের আকাশে ঘটে গেল ইন্দ্রপতন। ক্যান্সার কেড়ে নিল সিনেমা ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল নক্ষত্রকে। ইরফান খান এবং ঋষি কাপুর। দুজনেই বিগত দু’বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। শেষ রক্ষা আর হল না। তাই অকালেই চির ঘুমের দেশে চলে যেতে হল এই দুই তারকাকে।

May 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পর পর দু’দিন ভারতের আকাশে ঘটে গেল ইন্দ্রপতন। ক্যান্সার কেড়ে নিল সিনেমা ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল নক্ষত্রকে। ইরফান খান এবং ঋষি কাপুর। দুজনেই বিগত দু’বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। শেষ রক্ষা আর হল না। তাই অকালেই চির ঘুমের দেশে চলে যেতে হল এই দুই তারকাকে। 

কিন্তু নক্ষত্র খচিত আকাশে এই মারণ রোগের আগমন এই প্রথম না। আরো অনেক তারকাই কর্কটরোগের কবলে পড়েছেন। আবার অনেকেই সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন।

দেখে নিন এমন পাঁচ তারকার তালিকা যারা ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছেন

সোনালী বেন্দ্রে

২০১৮ সালে সোনালীর মাটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। আমেরিকায় গিয়ে চিকিৎসা করান তিনি এবং মাত্র পাঁচ মাসে সুস্থ হয়ে ফিরে আসেন।

মনীষা কৈরালা

এই অভিনেত্রীকে ওভারিয়ান ক্যান্সারের সাথে দীর্ঘ দিন যুদ্ধ করতে হয়। এবং সব শেষে তিনি ক্যান্সারকে হারান। এ বিষয়ে একটি বইও প্রকাশ করেন, ‘হিল্ডঃ হাউ ক্যান্সার গেভ মি আ নিউ লাইফ’। যার প্রথম লাইন, “আমি মরতে চাই না”।

তাহিরা কাশ্যপ

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা স্তন ক্যান্সারের রুগী ছিলেন। যা থেকে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাহিরা এখন অভিনয়ে মনোনিবেশ করেছেন।

যুবরাজ সিং

ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিং-এর ২০১১ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। তৃতীয় দফার কেমোথেরাপি হওয়ার পড়েই ২০১২-র মার্চে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি দুঃস্থদের ক্যান্সারের চিকিৎসার আর্থিক সহয়তার জন্যে একটি এনজিও-ও চালান।

লিজা রে

২০০৯ সালে, লিজা রে মাল্টিপল মায়েলোমা – এক ধরণের রক্তের ক্যান্সার – আক্রান্ত হন। সেই সময় তিনি নিজের অভিজ্ঞতা সম্পর্কে ব্লগ লেখা শুরু করেন, নাম দেন ‘ইয়েলো ডায়রিস’। সুস্থ হয়ে ওঠার পর উনি বিভিন্ন ক্যান্সার সচেতনতা প্রচারে অংশ নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen