১০০ দিনের কাজে বাংলার প্রাপ্তি ‘শূন্য’, অভিষেকের প্রশ্নে সংসদে স্বীকারোক্তি কেন্দ্রের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ১০০ দিনের কাজ বা মনরেগা (MGNREGA) প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বারবার দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে দিল্লি (Delhi)। এতদিন এই অভিযোগকে ‘রাজনৈতিক’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, এবার খোদ সংসদের বুকেই সেই বঞ্চনার কথা স্বীকার করে নিল কেন্দ্র সরকার (Central Government)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিসংখ্যানই প্রমাণ করে দিল, চলতি অর্থবর্ষে দেশের অন্য রাজ্যগুলি টাকা পেলেও বাংলার ঝুলিতে জুটেছে বড় শূন্য।
লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজ (100 days of work) সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চেয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? বকেয়া মেটাতে সাধারণত কত সময় নেওয়া হয়? পাশাপাশি সময়মতো বেতন মেটানোর কোনো পরিসংখ্যান সরকারের কাছে আছে কি না, তাও জানতে চান তিনি।
অভিষেকের এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান (Kamlesh Paswan) যে তথ্য পেশ করেছেন, তাতেই বঞ্চনার ছবিটা স্পষ্ট হয়েছে। মন্ত্রী জানান, ১০০ দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং নতুন অর্থবর্ষ শুরুর আগেই আগের বছরের বকেয়া মিটিয়ে দেওয়া হয়। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত অন্য সমস্ত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে, কেবল ব্যতিক্রম পশ্চিমবঙ্গ (West Bengal)। অর্থাৎ, ঘুরিয়ে কেন্দ্র স্বীকার করে নিয়েছে যে বাংলার বকেয়া টাকা মেটানো হয়নি।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাদে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোট ৬৯ হাজার কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই তালিকায় বাংলার জন্য কোনও বরাদ্দ নেই। এখানেই শেষ নয়, গত ৩ ডিসেম্বর পর্যন্ত কাজের জন্য যে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটের যে অংশ প্রকাশ করা হয়েছে, সেখানেও বাংলার নাম নেই।
উল্লেখ্য, সংসদ অধিবেশনের শুরু থেকেই মনরেগা (MGNREGA) নিয়ে সরব হয়েছে তৃণমূল (TMC)। রাজ্য সরকারের দাবি, এই খাতে কেন্দ্রের কাছে বাংলার প্রায় ৫২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে রাজ্যের বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে। কিন্তু ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’-এর নামে কেন্দ্র সেই প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ। এমতাবস্থায় অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্রের এই লিখিত স্বীকারোক্তি রাজ্য রাজনীতির হাতিয়ার হিসেবে তৃণমূলের অভিযোগকেই আরও জোরালো করে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।