কর ভাগ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নানাবিধ অভিযোগ উঠেছে লাগাতার।

November 21, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi
ড: অমিত মিত্র ও নির্মলা সীতারমণ

কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে লাগাতার সংঘাতের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নীতি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্দরে। পরিবর্তন নিয়ে চলছে জোর জল্পনা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে নানাবিধ অভিযোগ উঠেছে লাগাতার। একের পর ‌এক ইস্যুতে রাজ্যগুলির সঙ্গে মোদি সরকারের টানাপোড়েন তীব্র হয়েছে অধিকার হরণের প্রশ্নে। এই সংঘাতের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং সম্প্রতি অর্থ কমিশনের আগামী পাঁচ বছরের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, কর-কাঠামোর বিভাজন থেকে কেন্দ্র রাজ্য সম্পর্কের অন্যতম ভিত্তি সপ্তম তফসিল কিংবা জিএসটি আইনের সংশোধনের প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। 
এরপরই প্রশ্ন উঠেছে, কেন্দ্র-রাজ্য সম্পর্কের বড়সড় রদবদলের কথা কেন্দ্রীয় সরকার ভাবছে কিনা। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান বলেছেন, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যকে কেন্দ্রীয় সরকারের প্রদেয় করের অংশ ১০ শতাংশ বাড়ানো হলেও সিংহভাগ রাজ্যই ওই কর বিভাজনে সন্তুষ্ট নয়। উল্লেখ্য, ৩২ শতাংশ থেকে বাড়িয়ে বিগত আর্থিক বছরেই রাজ্যকে ৪২ শতাংশ করের অংশ প্রদান করার প্রথা চালু হয়েছে। কিন্তু রাজ্যগুলির অভিযোগ, সম্পূর্ণ ৪২ শতাংশ আদৌ পাওয়া যায়নি। তার মধ্যেই আবার গত বছর ১ শতাংশ কম করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখ নতুন পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ায়। পাশাপাশি একদিকে যেমন বলা হচ্ছে ৪২ শতাংশ কর দেওয়া হচ্ছে, অন্যদিকে তখনই কেন্দ্রীয় প্রকল্পের বহু অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তুমুল চাপানউতোর চলছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে। এই পরিস্থিতিতে বেশ কিছু সম্ভাবনা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। জিএসটি আইনের সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন অর্থ কমিশনের চেয়ারম্যান। বৃহস্পতিবার অর্থ কমিশনের চেয়ারম্যান বলেছেন, ৪২ শতাংশ কর রাজ্যকে দেওয়ার ফর্মুলাও বদলে ফেলার সময় এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen