CFL2023: লাল-হলুদ ঝড়ে উড়ে গেল উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব
আজ CFL-এ খেলা ছিল ইস্টবেঙ্গল বনাম উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে।
July 31, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ CFL-এ খেলা ছিল ইস্টবেঙ্গল বনাম উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে। আবারও বড় ব্যবধানে জয় এল লাল-হলুদ শিবিরের।
প্রথমার্ধে কোনও গোল হয়নি কোনও দলের পক্ষ থেকে। ২৬ মিনিটের মাথায় পেনাল্টি বাঁচিয়ে নেয় ইস্টবেঙ্গলের গোল রক্ষক আদিত্য পাত্র। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দীপ সাহা প্রথম গোল করেন। ৭০ মিনিটে তন্ময় দাস লাল হলুদের গিয়ে দ্বিতীয় গোল করেন। লাল-হলুদের হয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গোল আসে ৯০+১, ৯০+৩, ৯০+৫ মিনিটে। এই গোল গুলো করেন যথাক্রমে অভিষেক কুঞ্জাম, আমান এবং আবারও অভিষেক কুঞ্জাম। ৫-০ গোলে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।