‘বাথরুমে যাচ্ছি আর কোন লোক নেই ধৈর্য ধরে দাঁড়ান…’, রেলকর্মীর অসহায় বার্তা ভাইরাল

‘বাথরুমে যাচ্ছি আর কোন লোক নেই ধৈর্য ধরে দাঁড়ান এসে টিকিট দিচ্ছি’, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘোরাফেরা করছে দিন দুয়েক ধরে

July 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বাথরুমে যাচ্ছি আর কোন লোক নেই ধৈর্য ধরে দাঁড়ান এসে টিকিট দিচ্ছি’, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘোরাফেরা করছে দিন দুয়েক ধরে। এই ঘটনাটি কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার ডাউন রুটে চাকদা স্টেশনের টিকিট কাউন্টারে ঘটনা এটি।

সামনে ট্রেনের টিকিট কাটার জন্য লম্বা লাইন। কিন্তু প্রকৃতির ডাককে উপেক্ষা করার আর উপায় ছিল না। গোটা স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্ব একা হাতে সামলাচ্ছিলেন ওই রেলকর্মী। উপায়ান্তর না দেখে পিচবোর্ডে মার্কার দিয়ে লিখে দিয়ে গিয়েছিলেন, ‘‘বাথরুমে যাচ্ছি। আর কোনও লোক নেই। ধৈর্য ধরে দাঁড়ান। এসে টিকিট দিচ্ছি।’’

পূর্ব রেল সূত্রে খবর, গত সোমবার দুপুরে শিয়ালদহ মেন শাখার চাকদহ টিকিট কাউন্টার কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিয়ে প্রস্রাব করতে যান রেলকর্মী। টিকিটের জন্য লাইনে দাঁড়ানো যাত্রীদের উদ্দেশে একটি বার্তা লিখে সাঁটিয়ে দিয়ে যান কাউন্টারের সামনে। কিন্তু অপেক্ষারত যাত্রীদের প্রশ্ন, ‘‘কেন রেল দফতরে বিকল্প কর্মী নেই?’’ এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। অনেকেই ওই পিচবোর্ডে লেখার ছবি তুলে ছড়িয়ে দেন সমাজমাধ্যমে।

বৃহস্পতিবার সেই কাউন্টারের সামনে পৌঁছে অবশ্য ভাইরাল হওয়া সেই বোর্ড দেখা যায়নি। এই বিষয় চাকদহের কোনও রেলকর্মী মুখ খোলেননি। তবে কাউন্টারের আশপাশের দোকানদাররা বলেন, ওই বোর্ড দু’একদিন লাগানো হয়েছিল। তার জন্য কোনও যাত্রীকে অপেক্ষা করতে হয়নি বা টিকিট না কেটে কেউ ফিরে যাননি। তাঁরা পাশের ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেটে নিজেদের গন্তব্যে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen