মুক্তি পেল নয়নতারা-শাহরুখ জুটির প্রথম রোমান্টিক গান ‘চলেয়া’

আজ ঠিক সন্ধ্যে ৮টার সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন আগামী ১৪ই আগস্ট লেডি সুপারস্টার নয়নতারা ও সুপারস্টার শাহরুখ খানের প্রথম রোমান্টিক গানটি

August 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ঠিক সন্ধ্যে ৮টার সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন আগামী ১৪ই আগস্ট লেডি সুপারস্টার নয়নতারা ও সুপারস্টার শাহরুখ খানের প্রথম রোমান্টিক গানটি। গানের ছোট টিজার পোস্ট করেছিলেন শাহরুখ নিজে।

শাহরুখ খানের ভক্তরা তাদের সুপারস্টারের আবারও রোমান্টিক অবতার দেখে অভিভূত। সঙ্গে আবার লেডি সুপারস্টার নয়নতারা। প্রথমবার এই জুটি একসঙ্গে পর্দায় আছে। শুধু শাহরুখ ভক্ত বা নয়নতারা ভক্তরা নন, সিনেমা প্রেমীরা দুই সুপারস্টার জুটির দিকে তাকিয়ে।

আজ বেলা ১২ টায় ৩টি ভাষায় গানটি মুক্তি পেয়েছে।

১) চলেয়া (হিন্দি)

২) হায়োডা (তামিল)

৩) চালো না (তেলেগু)

চলেয়া-র মিউজিক দিয়েছেন অনিরুদ্ধ। অরিজিৎ সিং ও শাহরুখ খানের যুগলবন্দী আবারও সুপার হিট। ‘রং দে তু মোহে গেরুয়া’, ‘ঝুমে জো পাঠানের’ পর দর্শক ‘চলেয়া’-তে যে মজতে চলেছেন সেটা বোঝাই যাচ্ছে। এই গানে মহিলা কন্ঠস্বর গায়িকা শিল্পা রাওয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen