ChampionsTrophy2025: কোহলির ব্যাটিংয়ের দাপটে অস্ট্রেলিয়া বধ, ফাইনালে ভারত

ভারতের হয়ে মহম্মদ শামি নিলেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা। এক উইকেট তোলেন অক্ষর প্যাটেল।

March 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মরুদেশে আজ ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। দুবাইয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই সর্বোচ্চ স্কোর। অজি দলের হয়ে স্টিভ স্মিথ (৭৩) ও অ্যালেক্স ক্যারি (৬১) ছাড়া তেমন কেউ রান পাননি। ভারতের হয়ে মহম্মদ শামি নিলেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা। এক উইকেট তোলেন অক্ষর প্যাটেল। শেষ ওভারে জাম্পাকে বোল্ড করে ম্যাচ শেষ করেন হার্দিক পাণ্ডিয়া।

মঙ্গলবার টস হারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অজিরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ১০ ওভার পাওয়ারপ্লেতে অস্ট্রেলিয়া তোলে ২ উইকেটে ৬৩ রান। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১০.১ ওভার থেকে ৪০ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৫০ রান তোলে। তৃতীয় পাওয়ারপ্লেতে ৯.৩ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৫১ রান করে।

কুপার কনোলি ৯ বলে ০ রান করে মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। ট্রাভিস হেডের উইকেট নেন বরুণ চক্রবরতী। হেড ৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ৩৩ বলে ৩৯। মার্নাস লাবুশেন ২টি ৪ ও ১টি ৬-র সাহায্যে ৩৬ বলে ২৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর হন। জশ ইনগ্লিসকে ফেরান জাদেজা। ইনগ্লিস করেন ১২ বলে করেন ১১ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ ৩৭ ওভারে ৯৬ বলে ৭৩ রান করে মহম্মদ শামির ফুলটস ডেলিভারিতে বোল্ড হন। ৩৮ ওভারের তৃতীয় বলে ৫ বলে ৭ রান করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল।

বরুণ চক্রবর্তীর বলে আউট হন বেন ডোয়ারশুইস। তিনি একটি ৪ ও ৬ মেরে ২৯ বলে ১৯ রান করেন। ৪৮ ওভারের প্রথম বলে শ্রেয়সের ডাইরেক্ট থ্রো-এ রান আউট হন অ্যালেক্স ক্যারি। তিনি ৮টি চার ও ১টি ৬র সাহায্যে ৫৭ বলে ৬১ রান করেন। ৪৯তম ওভারে শামির বলে আউট হন নাথান এলিস। এনিয়ে শামি তৃতীয় উইকেট তুলে নেন। অ্যাডাম জাম্পা হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড হতেই অজিদের ইনিংসে যবনিকা পতন ঘটে, তিনি ১২ বলে ৭ রান করেন।

১০ ওভারে ৪৮ রান দিয়ে পেলেন ৩টি উইকেট তোলেন মহম্মদ শামি। বরুণ চক্রবর্তী ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২টি উইকেট তোলেন। রবীন্দ্র জাদেজা ৪০ রান দিয়ে নেন ২টি উইকেট, সঙ্গে ৮ ওভারে ১টি মেডেন। অক্ষর প্য়াটেল ১টি মেডেন-সহ ৪৩ রানে ১ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৫.৩ ওভারে ৪০ রানে ১টি উইকেট নেন। কুলদীপ যাদব কোনও উইকেট পান নি।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩ রানের মাথায় গিল ও রোহিত দুজনকে হারায় ভারত।২৮ রান করে আউট হন রোহিত। তৃতীয় উইকেটের জন্য ৯১ রান যোগ করেন বিরাট ও শ্রেয়স। শ্রেয়স ৪৫ রান করে আউট হন। আবারও বিরাট কোহলি দেখিয়ে দিলেন কেন চেজ কিং বলা হয় তাঁকে। ৯৮ বলে ৮৪ রান করেন বিরাট। ২৪ বলে ২৮ রান করেন হার্দিক। ৪২ রানে অপরাজিত থাকেন কে এল রাহুল। ৬ মেরে ম্যাচ জিতিয়ে দেন রাহুল। ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে ম্যাচ জিতে যায় ভারত। ৯ তারিখ দুবাইয়ে ফাইনাল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।এই ম্যাচের জয়ী টিমের সঙ্গে রবিবার ফাইনাল খেলবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen