গীতাপাঠের কর্মসূচি ঘিরে তুঙ্গে বিশৃঙ্খলা! ব্রিগেডে হাজির রাজ্যপাল ও পদ্মের নেতারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচি ঘিরে তৈরি হল বিশৃঙ্খলা। মঞ্চের কাছে যাওয়ার চেষ্টায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা। ভিড়কে কোনওভাবে নিয়ন্ত্রণ করা যায়নি একটা সময় সময়। অন্যদিকে, বিজেপির নানান স্তরের নেতারা ভিড় জমিয়েছে রবিবাসরীয় ব্রিগেডে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির প্রাক্তন দুই সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ছিলেন কর্মসূচিতে। উপস্থিত হয়েছিলেন বিজেপির আরও দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিংহ। বিজেপির আরও অনেক নেতারাও আছেন। দুপুর সওয়া ১২টা নাগাদ ব্রিগেডে পৌঁছন রাজ্যপাল।
গীতাপাঠের জন্য তিনটি মঞ্চ তৈরি হয়েছে ব্রিগেডে। মূল মঞ্চের দু’পাশে অপেক্ষাকৃত ছোট দু’টি মঞ্চ আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিজেপি ঘনিষ্ঠ সাধু-সন্তরা। রাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও এসেছেন। গীতাপাঠের আগে বেদপাঠ এবং কীর্তনের অনুষ্ঠান হয়েছে। ১২টা নাগাদ গীতাপাঠ শুরু হয়েছে। তবে ধর্মীয় অনুষ্ঠানের মোড়ক ছেড়ে ধীরে ধীরে বিজেপির অনুষ্ঠান হয়ে উঠছে গীতাপাঠের আসর। রবিবার একসঙ্গেই সুকান্ত এবং দিলীপকে ব্রিগেডে ঢুকতে দেখা যায়। পরে পৌঁছন শুভেন্দু। সুকান্ত, দিলীপদের সঙ্গে স্টেজে না বসে মাটিতে বসেন শুভেন্দু। রাজনৈতিক পর্যাবেক্ষকদের মতে, গীতাপাঠের আসরে গোষ্ঠী কোন্দল পিছু ছাড়ল না!