‘মুখ্যমন্ত্রী আমার খুব কাছের মানুষ’, ফিরহাদ হাকিমের পাশে বসে বললেন সৌরভ

গতকালই অমিত শাহ (Amit Shah) সহ বেশ কিছু বিজেপি নেতা নৈশভোজে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়ি

May 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ এটিএন

গতকালই অমিত শাহ (Amit Shah) সহ বেশ কিছু বিজেপি নেতা নৈশভোজে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়ি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendhu Adhikary)। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক যোগ ঘিরে শুরু হয তরজা। তবে সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ সৌরভ পত্নী ডোনা। 

আজ ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ।” 

ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, “অমিত শাহ যাঁদের নিয়ে এসেছিলেন তাঁদের তিনিই নিয়ে এসেছিলেন। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। জল্পনা তৈরি হচ্ছে বিভিন্ন। মানুষের জল্পনা তৈরি করা কাজ। সেটা হবেই। সৌরভ যদি রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য কাজ করবে, তবে রাজনীতিতে আসবে নাকি সেটা সৌরভ জানে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen