১৩ কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাংকের কর্তা

একইসঙ্গে ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে।

September 15, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বিজেপি সাংসদ হয়েও তাঁর বাড়িতে একের পর এক তল্লাশি। আর তাতেই বেজায় বিপদে পড়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই বিপদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিন কয়েক আগেই ১৩ কোটি টাকা বেনামী অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে অর্জুনের বিরুদ্ধে এফআইআর করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)। এবার ঋণের ১৩ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাংকের এক আধিকারিককে। একইসঙ্গে ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে, ২০১৮–র অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। কিন্তু সেই টাকা যায় অন্য অ্যাকাউন্টে। নাম জড়ায় ব্যাংকের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যের। রবিবারই চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়ান্দা পুলিশ।

এই ঘটনাতেই নাম জড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর বিরুদ্ধেও অভিযোগ, ১৩ কোটি টাকা তিনি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। আর এই অর্থ ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। যদিও তাঁর দাবি সেভাবে ধোপে টিকছে না। কারণ সরকারি নিয়ম ভেঙে কীভাবে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল, সেই বিষয়েও সমস্ত নথি জোগাড় করেছে পুলিশ। আর তাতেই হয়েছে রহস্য ফাঁস।

এই ঘটনায় ইতোমধ্যে অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। যদিও এ বিষয়ে বারবার বিজেপি সাংসদ ও তাঁর ভাইপো সৌরভ সিং-এর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত কয়েকমাস ধরেই পুলিশের সঙ্গে টানাপোড়েন চলছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হওয়া অর্জুন সিংয়ের। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগও তুলেছেন তিনি।

এরই মাঝে অর্জুন সিংয়ের শ্যামনগরের পেট্রল পাম্পেও হানা দেয় ইবি। অর্জুনের পেট্রল পাম্পের সমস্ত নথি খতিয়ে দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। পেট্রল পাম্প থেকে নথি ও নমুনা সংগ্রহ করেন এনফোর্স ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা। এবার ওই দুর্নীতি কাণ্ডে দুজন গ্রেফতার হওয়ায় অর্জুন সিংয়ের চাপ আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen