শিশুদের অপুষ্টি সংক্রান্ত সমস্যা বেশি বিজেপি শাসিত রাজ্যগুলিতেই

কেন্দ্রের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৬.৫ শতাংশ পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডারওয়েটের শিকার।

December 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অপুষ্টি সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর শুক্রবার রাজ্যওয়াড়ি পরিসংখ্যান পেশ করেছেন। তাতে বলা হয়েছে বর্তমানে দেশের ৩২.১ শতাংশ পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডারওয়েটের শিকার। এই তালিকায় প্রথম পাঁচে থাকা রাজ্যগুলির মধ্যে তিনটিই বিজেপি শাসিত। শীর্ষে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে আর এক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য বিহার।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৬.৫ শতাংশ পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডারওয়েটের শিকার। বিহারের ২২.৯ শতাংশ শিশু ভুগছে এই সমস্যায়। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সংখ্যাটা ২০.৬ শতাংশ। এরপরেই রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যের ১৯.৪ শতাংশ শিশু অপুষ্ঠিতে ভুগছে। পঞ্চম স্থানে রয়েছে ঝাড়খণ্ড। এই রাজ্যে কম ওজনের শিকার ১৯.৩ শতাংশ শিশু। কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার ১৩ শতাংশ। যদিও সার্বিকভাবে দেশে অপুষ্টির শিকার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের হার আগের তুলনায় কমছে বলে এদিন দাবি করেছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen