ভারত নয় Teesta River Mega Project বাস্তবায়ন করবে চীন, বেজিংকে চিঠি ইউনুস সরকারের

ভারতের সঙ্গে তিস্তার জল বণ্টন নিয়ে নতুন কোনও চুক্তি না হওয়ায় সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবহারের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়।

August 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২২: বাংলাদেশের (Bangladesh) তিস্তা প্রকল্পের (Teesta River Mega Project) অর্থ ও প্রযুক্তিগত সাহায্যের জন্য চীনকে বেছে নিল মহম্মদ ইউনুসের সরকার (Yunus Government)। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। গত বছর চীন সফর সেরে তদানিন্তন প্রধানমন্ত্রী হাসিনা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি চান ভারত প্রকল্পটি বাস্তবায়ন করুক। ভারতীয় সেচ ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ সফরে যাওয়ার কথাও ছিল। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, তারপর বদলে যায় পরিস্থিতি। এবার সে দায়িত্ব পালন করতে চলেছে চীন।

প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের জন্য বেজিংকে চিঠি পাঠিয়েছে ঢাকা। প্রথম পর্যায়ের জন্য খরচ বাবদ ৯,১৫০ কোটি টাকা ধার্য করা হয়েছে। চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ভারতের সঙ্গে তিস্তার জল বণ্টন নিয়ে নতুন কোনও চুক্তি না হওয়ায় সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবহারের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়। তিস্তা মহাপরিকল্পনার উদ্দেশ হল বর্ষায় সময়ে প্রস্তাবিত তিস্তা জলাধারে জল সঞ্চয় করে তা অন্য সময় কাজে লাগানো। উত্তরবঙ্গে ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়িত হবে। নির্মাণ কাজ চলবে সুদীর্ঘ সময়কাল ধরে। ফলে ভারতের সীমান্ত এলাকায় বছরের পর বছর চীনারা উপস্থিত থাকবে। যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের। কারণ ওই অঞ্চলের কাছেই চিকেন নেক, হাসিমারা সামরিক ঘাঁটি। প্রকল্পটি হস্তগত করা নিয়ে ভারত ও চীনের মধ্যে লড়াই ছিল। ভারত ও জাপানের যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়েও কথা হয়।

চলতি বছরের মার্চে চীন সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চিন। সেদেশের সেচ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বেজিংয়ে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ইউনুসের। তবে চীনকে প্রকল্পের বরাত দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্তর্বর্তী সরকার BNP-র মতামতকেও গুরুত্ব দিয়েছে। মাস কয়েকের ব্যবধানে BNP-র শীর্ষ নেতারা দু-দফায় চীন সফর করেন। বিএনপি নেতারা বেজিং যাওয়ার আগে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আয়োজন করেন। জানা যাচ্ছে, বিএনপি নেতা মঈন খান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সফরে তিস্তা নিয়ে কথা হয়। বিএনপি নেতা বেজিংকে আশ্বাস দেন, তারা ক্ষমতায় ফেরার পর দ্রুত তিস্তা প্রকল্পের দায়িত্ব চীনকে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen