চোপড়ায় তুঙ্গে ব্যস্ততা, কেন?

১৩৮ তম বর্ষে পড়ছে ঐতিহ্যবাহী দোলুয়া মেলা। চোপড়া জুড়ে এখন দোলুয়া মেলার প্রস্তুতি তুঙ্গে।

February 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩৮ তম বর্ষে পড়ছে ঐতিহ্যবাহী দোলুয়া মেলা। চোপড়া জুড়ে এখন দোলুয়া মেলার প্রস্তুতি তুঙ্গে। ২৩ ফেব্রুয়ারি রাতে পুজোর পর দিন মেলা বসবে। মাঘের পূর্ণিমায় পূণ্যার্থীরা চোপড়ার ডক নদীর জলে স্নান সেরে দোলুয়া মেলার শিবমন্দির, রাধাগোবিন্দ এবং মগর বাহিনী মা গঙ্গা মন্দিরে পুজো দেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার ও নেপাল থেকে প্রচুর ভক্ত মেলায় আসেন।

মেলা উপলক্ষ্যে কাঁচা রাস্তা মেরামত, মেলায় পর্যাপ্ত আলো ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। জানা যায়, মেলার প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় পাহাড় সিংহ সাধু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen