CJI Gavai: দুর্নীতি, অবসরের পর সরকারি পদ গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই স্পষ্ট ভাষায় জানান, তিনি অবসরের পরে কোনও রকম সরকারি পদ গ্রহণ করবেন না।

June 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৬: মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে ‘Maintaining Judicial Legitimacy and Public Confidence’ শীর্ষক ভাষণে ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) ডি ওয়াই চন্দ্রচূড়ের উত্তরসূরি বিচারপতি বি আর গাভাই (CJI B R Gavai) বিচার ব্যবস্থায় (Indian Judiciary) দুর্নীতি ও অনৈতিক আচরণের বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, বিচারবিভাগের (judicial system) মধ্যেও কিছু দুর্নীতি ও অনৈতিকতার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনা জনসাধারণের আস্থা (public confidence) ক্ষুন্ন করে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসে চিড় ধরায়।”

প্রধান বিচারপতি আরও বলেন, আদালতের প্রতি জনআস্থা আইন দ্বারা জোর করে প্রতিষ্ঠা করা যায় না, অর্থাৎ কন্টেম্প্ট (contempt of court) মামলার মাধ্যমে নয়, বরং বিশ্বাসযোগ্যতা (credibility of judiciary) গড়ে তুলেই তা অর্জন করতে হয়। তাঁর কথায়, “এই বিশ্বাস যদি কমে যায়, তাহলে বিচারব্যবস্থা সংবিধানিক কাঠামোর সর্বোচ্চ অধিকারপ্রাপ্ত সালিশি শক্তি হিসেবে তার ভূমিকা হারাতে পারে।”

অবসরের পর সরকারি পদ না নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই স্পষ্ট ভাষায় জানান, তিনি অবসরের পরে কোনও রকম সরকারি পদ গ্রহণ করবেন না।

তিনি বলেন, “কোনও বিচারপতি অবসরের পরে অবিলম্বে সরকারের অধীনে কোনো পদ গ্রহণ করলে, কিংবা পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে, তা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং জনমানসে নেতিবাচক প্রতিচ্ছবি ফেলে।”

এই প্রেক্ষিতে তিনি বিচারপতিদের নিরপেক্ষতা (judicial impartiality) এবং বিচারব্যবস্থার স্বচ্ছতা (transparency in judiciary) বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এই বক্তব্য বিচারব্যবস্থায় নিরপেক্ষতা এবং জনসাধারণের প্রতি আস্থা রাখার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen