দিল্লিতে রেললাইন লাগোয়া ৪৮,০০০টি বস্তি উচ্ছেদ করুন-‌ সুপ্রিম কোর্ট

বিদায়ী বিচারপতি অরুণ কুমার মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দিয়েছিল।

September 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‌দিল্লিতে রেললাইন সংলগ্ন এলাকায় অবস্থিত ৪৮,০০০টি বস্তি উচ্ছেদের আদেশ প্রশাসনকে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই বস্তি রেললাইন থেকে নিরাপদ স্থানে থাকলেও সেগুলি পর্যায়ক্রমে সরিয়ে আগামী তিন মাসের মধ্যে অন্যত্র নিয়ে যেতে হবে প্রশাসনকে। কিন্তু এর মধ্যে কোনওরকম রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয়, সেব্যাপারেও সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। বস্তি উচ্ছেদ রুখতে যদি নিম্ন আদালত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও দেয়, তা এক্ষেত্রে কার্যকর হবে না বলে আদেশে পরিষ্কার করেছে শীর্ষ আদালত। বিদায়ী বিচারপতি অরুণ কুমার মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দিয়েছিল।

বিচারপতির বেঞ্চে রেলের তরফে দায়ের করা এফিডেভিটে বলা হয়েছিল, রেললাইনের ৭০ কিলোমিটারের মধ্যে গজিয়ে ওঠা বস্তি উচ্ছেদের প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে বাধা পেয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ২০১৮–য় ন্যাশনাল গ্রিন ট্রাইবিউনাল বা এনবিটি ওই এসটিএফ গঠন করেছিল দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের রেলট্র‌্যাকের ১৪০ কিলোমিটারের মধ্যে থাকা বস্তি উচ্ছেদ, আবর্জনার স্তুপ বা ট্র‌্যাকের উপর থাকা প্লাস্টিক পরিষ্কারের জন্য। সুপ্রিম কোর্ট বলেছে, রেলট্র‌্যাক পরিষ্কারের কাজে রেল এবং দিল্লি সরকার ৭০–৩০ গড়ে ব্যয়ভার বহন করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen