বেসরকারি হাসপাতালের ‘অতিরিক্ত’ বিলে লাগাম টানতে বিধানসভায় পাশ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল
রোগীর পরিবারের কাছ থেকে কোনও টাকা নেওয়া যাবে না। মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৫: বেসরকারি হাসপাতালের ‘অতিরিক্ত’ বিলে লাগাম টানতে বড় পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবর বলে থাকেন সেবা বিক্রি করা যায় না। এই প্রেক্ষাপটেই সোমবার বিধানসভায় রাজ্য সরকার পেশ করে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি বিল। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে চিকিৎসাজনিত খরচের তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকার বাইরে রোগীর পরিবারের কাছ থেকে কোনও টাকা নেওয়া যাবে না। মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।
সেই ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সংশোধনী) বিল’ (Clinical Establishment Amendment Bill) মঙ্গলবার বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হল। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিল প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, কোন চিকিৎসার জন্য কী খরচ হল, এ বার রোগীকে জানাতে বাধ্য থাকবে বেসরকারি হাসপাতাল। বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেই এই বিল আনা হয়েছিল।
নতুন বিলের বিষয়ে বিশদে জানান চন্দ্রিমা। তিনি বলেন, “বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে এই বিল। বিল বাড়তেই পারে। কিন্তু রোগীকে জানাতে হবে কিসের জন্য কী খরচ হল। লুকিয়ে কিছু করা যাবে না। দু’দিন বেশি থাকতে হলে হবে। সেই খরচেরও বিশদ তথ্য দিতে হবে। কিন্তু কোন অসুখে কী চিকিৎসা, তার কত খরচ, সেটা জানাতেই হবে।” রাজ্যের মন্ত্রী আরও বলেন, “এটা রোগী পরিষেবার প্রশ্ন। বিজেপি বলছে, সরকার সেটা ঠিক করবে, তা নয়। ঠিক করতে হবে হাসপাতালকেই। কিন্তু রোগীর সামনে সেটা পরিষ্কার জানাতে হবে।’’