গোয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা

গতকাল সন্ধ্যায় গোয়ায় পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

December 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গতকাল সন্ধ্যায় গোয়ায় পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চলতি বছরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় গোয়া সফর এটি, সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চলতি গোয়া সফরের দ্বিতীয় দিনে আজ গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে একাধিক সংবাদমাধ্যমের সম্পাদক, সাংবাদকর্মীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আজ গোয়ায় ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন মিডিয়া হাউসের এডিটরদের সঙ্গে সাক্ষাৎ হল। তাঁদের অনন্য সাফল্যের জন্য অভিনন্দন জানাই।“ সেই সঙ্গে এই টুইটের মাধ্যমেই, গণতন্ত্রের চতুর্থস্তম্ভ হিসেবে গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করার জন্য তিনি সাংবাদিকদের কুর্নিশ জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen