বেঙ্গালুরুর ঘটনায় মৃত ৭ শ্রমিকদের পরিবারের সদস্যকে চাকরি, ডিজিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

October 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২০: বেঙ্গালুরুতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত বাংলার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মৃত সাত জন শ্রমিকের প্রতিটি পরিবার থেকে এক জন করে সদস্যকে হোমগার্ড পদে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে রাজ্যের ডিজি রাজীব কুমারকে এই নির্দেশ দেন তিনি।

সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরুর বিদাদি থানার এলাকায় নির্মাণ সংস্থার আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান মুর্শিদাবাদের সাত শ্রমিক। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন তাঁরা। হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের মধ্যে রয়েছেন মিনারুল শেখ, জিয়াবুল শেখ, তাজিবুল শেখ, জাহেদ আলি, হাসান মল্লিক, নূরজামান শেখ ও সফিজুল শেখ।

বুধবারের বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীকে জানান, মৃতের সংখ্যা আসলে সাত। শুনে বিস্মিত মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, প্রত্যেক পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডে চাকরি দিতে হবে।

এর আগের দিন, মঙ্গলবার বহরমপুরে গিয়ে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা ও শহরতলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১২ জনের পরিবারকেও হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী শুক্রবার তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen