বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চার অধ্যাপক-কে চিঠি মুখ্যমন্ত্রীর
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বভারতীর চার অধ্যাপক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বভারতীর চার অধ্যাপক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন। তাঁদের অভিযোগ, বর্তমান উপাচার্য বিভিন্ন অনলাইন বৈঠকে ও নানা সময় তাঁদের ভয় দেখাচ্ছেন। এনিয়ে বিভিন্ন সময় শান্তিনিকেতন থানায় অভিযোগ জানালেও পুলিস তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
বিভিন্ন অনলাইন বৈঠকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্ব্যবহার, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন। এজন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক অরণি চক্রবর্তী, মানস মাইতি ও পীযূষ চক্রবর্তী সহ কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু পুলিস এখনও কোনও পদক্ষেপ নেয়নি।