মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানগুলি নিয়ে কনসার্ট

এবার মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান নিয়ে বিশেষ কনসার্টের আয়োজন হতে চলেছে কসবায়।

December 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানগুলি বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। ইউটিউবে দর্শক সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় ওইসব গান বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। কোনও কোনও গান প্ল্যাটিনাম ডিস্ক, গোল্ডেন ডিস্কও পেয়েছে। কিন্তু, কখনও সেইসব গান পুজো কিংবা বিশেষ অনুষ্ঠান ছাড়া শোনার সুযোগ পান না আম জনতা। এবার মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান নিয়ে বিশেষ কনসার্টের আয়োজন হতে চলেছে কসবায়।

আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওই বিশেষ গানের আসর বসবে কসবার রাজডাঙা খেলার মাঠে। এই বিশেষ কনসার্টের মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্তকুমার ঘোষ (স্বরূপ)। ওই দিনই মমতার ৩২টি গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী। গান গাইবেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য ও ঐতিহ্য রায় প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen