আজ গোয়ায় তৃণমূল নেত্রী মমতার প্রথম জনসভা
সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারই তাঁরা পৌঁছে গিয়েছেন পদ্ম (বিজেপি) শাসিত রাজ্যে। আজ, সোমবার গোয়ায় প্রথম রাজনৈতিক সভা তৃণমূল নেত্রীর।

গোয়ার সৈকতে এখন রাজনীতির ঢেউ। নতুন সকাল আনতে আরব সাগরের পাড়ে পাড়ি দিয়েছে তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তারই সূত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারই তাঁরা পৌঁছে গিয়েছেন পদ্ম (বিজেপি) শাসিত রাজ্যে। আজ, সোমবার গোয়ায় প্রথম রাজনৈতিক সভা তৃণমূল নেত্রীর।
‘গোয়েঞ্চি নভি সকাল’ অর্থাৎ ‘গোয়ায় নতুন সকাল’-এর ডাক দিয়ে সৈকত শহরে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল ব্রিগেড। মমতার দ্বিতীয় দফায় সফর শুরুর আগে গোয়া তৃণমূলের স্লোগান, ‘ডন ফুলেঞ্চো কাল’ অর্থাৎ ‘দুই ফুলের যুগ’। রবিবার বিকেলে মমতা যখন গোয়া বিমানবন্দরে পা রাখেন, তখন এই স্লোগানেই তৃণমূল নেত্রীকে অভ্যর্থনায় ভরিয়ে দেন গোয়াবাসীরা। আওয়াজ ওঠে, ‘দিদি জিন্দাবাদ।’ হাত জোড় করে নমস্কার জানিয়ে গোয়াবাসীদের শুভেচ্ছা গ্রহণ করেন মমতা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সাংসদ লুইজিনহো ফেলেইরো বিমানবন্দরে গিয়ে নেত্রীকে গোয়ার মাটিতে স্বাগত জানান। হাজির ছিলেন ডেরেক ও’ব্রায়েন।
এর আগে অক্টোবর মাসের শেষে গোয়া সফরে গিয়েছিলেন মমতা। ওই সফরে লিয়েন্ডার পেজ, নাফিসা আলির তারকারা যোগ দেন তৃণমূলের পতাকাতলে। এবারের সফরেও একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সোম ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি। আজ দুপুর ১টায় তিনি মিলিত হবেন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে। দুপুর ২টোয় গোয়া তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। সেই বৈঠক শেষে মমতা যাবেন বেনাইলিম। সেখানেই জনসভা। গুরুত্বপূর্ণ হল, পরদিন, মঙ্গলবার আরও দু’টি জনসভা করবেন তৃণমূল নেত্রী। প্রথমটি দুপুর ৩টেয় পানাজিতে। দ্বিতীয়টি পাঁচটায় আসানোরাতে। গোয়ায় জোড়াফুল ফোটাতে তৃণমূল পুরোদস্তুর নেমে পড়েছে।