টেট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

December 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘প্রাইমারি শিক্ষক নিয়োগে কাল নোটিস জারি হবে। ইন্টারভিউ হবে ১০ জানুয়ারি থেকে। ৩১ জানুয়ারি হবে অফলাইনে তৃতীয় টেট।’- নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দিন তিনি আরো জানানঃ

• পুলিশ চাকরির ১৫ বছর পর জেলায় ফেরার আবেদন করতে পারবে। ৫০,০০০= এর মধ্যে ৩৫,০০০ জনকে ইতিমধ্যেই আমরা নিজের জেলায় করে দিয়েছি।

• প্রাইমারি নিয়োগ নিয়ে নিজের জেলায় জোর দেওয়া হচ্ছে। যেখানে ভ্যাকেন্সি আছে তাদের করে দিচ্ছে। বাকিদের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ১০১৬৩টি আবেদন জমা পড়েছিল ৬৪৬৩ হোমে অর্ডার হয়ে গিয়েছে। অর্থাৎ, ৬৪ শতাংশ অর্ডার হয়ে গিয়েছে।

• হোম ট্রান্সফার ৫৫০২ জন বদলি চান ৩৮৫২ জনকে ট্রান্সফার দেওয়া হয়েছে। সেকেন্ডারিতে মিউচুয়্যাল ট্রান্সফারের দরখাস্ত করেছিল ৪৫৯৪ জন। সেক্ষত্রেও ৪৪৯০ জনকে টড়ান্সফারের অর্ডার দেওয়া হয়েছে। ৯৮ শতাংশ ট্রান্সফার এক্ষত্রে হয়েছে।

• প্রাইমারি শিক্ষকে ১৬৫০০ জনকে নিয়োগ করা হবে। কাল প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিস। ইন্টারভিউ হবে ১০- ১৬ জানুয়ারি।

• ইন্টারভিউ প্যানেল তৈরি হবে।

• ৩১ জানিয়ারি আড়াই লাখ চাকরি প্রার্থী অফলাইন টেট (TET) পরীক্ষায় বসবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen