বিজেপি ভয় পেয়েছে বলেই তো এ রকম করছে, দিল্লি যাবার আগে তোপ মমতার

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

November 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়। দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিমানবন্দর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘বিজেপি ভোটের নামে ঘোট করে। ভয় পেয়েছে বলেই তো এ রকম করছে।’’ এর পরই পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা টেনেছেন ত্রিপুরার। মমতা বলেছেন, ‘‘আমাদের রাজ্যে তো ৩৬৫ দিন বিজেপি-র নেতারা আসত। আমরা কোনও দিন বাধা দিইনি। ওখানে কেন এ রকম হচ্ছে?’’

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘ত্রিপুরায় বিরোধীদের উপর একের পর এক আক্রমণ হচ্ছে। মানবাধিকার কমিশন কোথায় গেল?’’ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটের পর একাধিক জায়গায় গিয়েছিলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। সেই প্রসঙ্গ তুলেই ত্রিপুরার পরিস্থিতি নিয়ে কমিশনকে কটাক্ষ করলেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen