সোমে কোচবিহারে মমতা, দু’দিনের সফরে কী কী কর্মসূচি থাকছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: বছরখানেক পর কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দু’দিনের সফরে, সোমবার প্রশাসনিক বৈঠক এবং মঙ্গলবার রাসমেলা ময়দানে জনসভা করবেন মমতা। প্রশাসনিক সভা হবে রবীন্দ্রভবনে। রাসমেলা ময়দান হবে জনসভা। SIR আবহে মুখ্যমন্ত্রীর সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার দুপুরে এবিএন শীল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বিকাল ৪টে নাগাদ রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। কোচবিহার জেলা প্রশাসন বৈঠকের জন্য প্রস্তুতি নিয়েছে। গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে বৈঠকে।
সোমবার রাতে মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে থাকবেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাসমেলা ময়দানে জনসভা করার আগে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেবেন।
SIR-র কাজ চলছে বাংলায়। বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। শাসকদলের আশঙ্কা, বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। কোচবিহারের জনবিন্যাসে অনেকটা জুড়ে রয়েছে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়। অন্যদিকে, এই দুই সম্প্রদায়ের ভোট বিজেপি থেকে সরছে বলে মত রাজনৈতিক মহলের। আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে তৃণমূল। SIR এবং নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে বাংলার রাজনীতি।