নবান্নে প্রায় দু’ঘণ্টার বৈঠকে অনশন তুলে নেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর, এখন ডাক্তাররা কী সিদ্ধান্ত নেন নজর সে দিকে
নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনশন তুলে নিয়ে বৈঠকে আসতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনশন না তুলেই সোমবার নবান্নে বৈঠকে এলেন জুনিয়র ডাক্তাররা। ১০ জনকে আসতে বলা হয়েছিল। ১৭ জন এসেছেন। তাঁদের সবাইকেই বৈঠকে ঢুকতে দেওয়া হয়েছে। ৫টার এক মিনিট আগে শুরু হয়ে যায় বৈঠক। দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক।
কিছুটা চমক দিয়েই আজ নবান্নের বৈঠকের লাইভস্ট্রিমিং হয়েছে। আগের কয়েক দফার বৈঠকে লাইভস্ট্রিমিং নিয়ে তুমুল সংঘাত হয়েছিল। আজকের বৈঠকে ‘মেঘ না চাইতেই জল’-র মতো লাইভস্ট্রিমিং করা হয়েছে। নরমে-গরমে শেষ হল জুনিয়র ডাক্তার-মুখ্যমন্ত্রীর বৈঠক। কখনও জুনিয়র ডাক্তারদের ‘বাবু’, কখনও ‘বাবা’ সম্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব দাবি যে মানা সম্ভব নয় তাও আজ বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনশন তুলে নিতে অনুরোধ করেন মমতা। যদিও অনশন তোলা হচ্ছে কি না, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি চিকিৎসকদের তরফে।